নাইজেরিয়ায় নৌকা ডুবিতে নিখোঁজ ৪০ 

নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) নিশ্চিত করেছে।   

এনইএমএ জানায়, নৌকাটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। নদী পার হওয়ার সময় এটি ডুবে যায়। এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে বাকি প্রায় ৪০ জনের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। এর সঙ্গে যোগ হয় দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অতিরিক্ত যাত্রী বহন, যা নৌকাডুবির ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। সূত্র: রয়টার্স