যুক্তরাষ্ট্রে বৈধ ভিসাধারী বিদেশিদের রেকর্ড যাচাই করবে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে বৈধ ভিসা নিয়ে অবস্থান করছেন সাড়ে ৫ কোটিরও বেশি বিদেশি। তাদের নথি যাচাই-বাছাই করা হবে বলে ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে অভিবাসন নিয়ম লঙ্ঘন করেছেন কিনা সেটাই যাচাই করা হবে।

ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের ধরে ধরে দেশে পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রে কোনো অবৈধ অভিবাসীর জায়গা হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, তার প্রশাসনের নজরে রয়েছেন বিভিন্ন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিরাও।

এবার মার্কিন প্রশাসন জানালো, শিগগিরই সাড়ে পাঁচ কোটি ভিসা যাচাইয়ের কাজ শুরু হবে। আশঙ্কা রয়েছে এর ফলে অনেক অভিবাসীরই ভিসা বাতিল হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য ভিসা দেওয়া হয় ঠিকই, কিন্তু তাই বলে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও যারা থেকে যান, তাদের শনাক্ত করার জন্যই এই যাচাই-বাছাই খুবই জরুরি।’
 
শুধু তা-ই নয়, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কেউ যদি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হন, তাহলে তাদেরকেও চিহ্নিত করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। যে কোনো সময় সেই সব ভিসা বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছে।

দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট পদে বসে প্রথম দিনই এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, ‘যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে আসবেন, তারা যে মার্কিন নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান কিংবা আদর্শের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করেন না, তা নিশ্চিত করা হবে।’
 
এর পরই ভিসার আবেদনে কড়াকড়ি শুরু করে মার্কিন প্রশাসন। অভিবাসন আইনও কঠোর করা হয়। কড়াকড়ি শুরু হয় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ও।
 
গত জুন মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রে আসার জন্য আবেদনকারী সকলের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল যাচাই করে দেখা হবে। শিক্ষার্থী হোক বা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আবেদনকারী হোক-সবার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পুঙ্খানুপুঙ্খভাবে মার্কিন কনস্যুলার অফিসাররা খতিয়ে দেখবেন।