আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন 

ভারতে যারা বাংলায় কথা বলেন তাদের বিরুদ্ধে 'ভাষাগত অসহিষ্ণুতা' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, বাংলাভাষী হওয়ার কারণে তাকেও হয়ত একদিন বাংলাদেশে পাঠিয়ে দেয়া হতে পারে। 

শুক্রবার (২২ আগস্ট) কলকাতার সল্টলেকে এক আলোচনা সভায় অংশ নিয়ে অমর্ত্য সেন এ কথা বলেন। দেশটির বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের প্রতি বিরূপ আচরণ নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেন ৯১ বছর বয়সী এই অর্থনীতিবিদ।

অমর্ত্য সেন বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের নিয়ে বিরূপ মনোভাব বাড়ছে। বাংলায় কথা বলার কারণে সম্প্রতি কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেয়ার ঘটনাও ঘটেছে। আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায়।

তিনি বলেন, 'আমি খবরের কাগজে দেখলাম, বাংলায় কথা বলার জন্য একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমাকে কিছুটা উদ্বিগ্ন করেছে। ভেবেছিলাম ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানি না।'

তবে রসিকতা করে এক পর্যায়ে তিনি বলেন, 'আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই।' 

তিনি আরও বলেন, বাংলাভাষীদের অনেককেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। পেশাগত জায়গাতেও বাংলাভাষীরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। সেখানে তাদেরকে অসম্মানিত হতে হচ্ছে।