ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম 

চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। 

এক্স পোস্টে তিনি লিখেছেন, জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম! আর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

প্রেভো বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনর্বিবেচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বেলজিয়ামের মধ্যপন্থী লেস এনগেজেস পার্টির সদস্য প্রেভো বলেন, ফিলিস্তিনে, বিশেষ করে গাজায়, যে মানবিক বিপর্যয় ঘটছে তার প্রেক্ষিতে বেলজিয়াম এ অঙ্গীকার করছে। 

তিনি বলেন, গাজা থেকে শেষ বন্দির মুক্তি এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের কোনও ভূমিকা না রাখার পরই এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বেলজিয়ামের স্বীকৃতি দেওয়ার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বেলজিয়াম। সূত্র: আল জাজিরা।