খবরসংযোগ ডেস্ক : ইলন মাস্ক টুইটার নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম কিনেছেন, যা বিশ্বজুড়ে মিথ্যা ছড়াচ্ছে। শুক্রবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির মধ্যবর্তী এক নির্বাচনী সভায় এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, আমরা এখন দেখতে পাচ্ছি, ইলন মাস্ক কি পোশাক কিনছেন, কি ম্যাসেজ পাঠাচ্ছেন, কখন বাইরে যাচ্ছেন এটা নিয়ে লেখালেখি করেননি এমন কোনো সম্পাদক কি আমেরিকাতে আছে? আছে কি এমন কোনো সম্পাদক? এসব থেকে আমাদের সন্তানরা ভালো কি শিখছে? আমরা তাদের থেকে ভালো কি আশা করব?
বাইডেন আরো বলেন, টুইটারে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি আমাদের শিশুরা ভালোভাবে বুঝবেন এটা আমরা কীভাবে আশা করব? আমাদের সন্তানরা এখন ঝুঁঁকিতে রয়েছে। ইলন মাস্ক টুইটার কেনার পর মতপ্রকাশের স্বাধীন স্বর্গ গড়ে তোলার ঘোষণা দেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে বলেন, টুইটার কেনার পর নতুন করে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন মাস্ক। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতাশ।
গত ২৮ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে কোম্পানিটির অর্ধেক কর্মী ছাঁটায়ের ঘোষণা দিয়ে কার্যক্রমও শুরু করেছেন।