নেপালে জেন-জি’দের ভোটাধিকার নিশ্চিত করতে অধ্যাদেশ জারি

নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোটার নিবন্ধন আইন সংশোধনের জন্য একটি অধ্যাদেশ জারি করেছেন। এতে আসন্ন মার্চের নির্বাচনে জেন-জি প্রজন্মের হাজার হাজার তরুণ ভোট দিতে পারবেন।

 

দেশটিতে ২০১৭ সালের ভোটার নিবন্ধন আইনের ২(২) উপধারার ৪ নম্বর ধারা অনুযায়ী, নির্বাচনের তারিখ ঘোষণার পর নতুন ভোটার নিবন্ধন করা নিষিদ্ধ ছিল।

 

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ১২ সেপ্টেম্বর তার নিয়োগের দিনেই প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে আগামী ৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। ফলে আইন সংশোধন না হলে, রাজনৈতিক পটপরিবর্তনের নেতৃত্বদানকারী তরুণসহ প্রথমবার ভোট দেয়ার বয়সে পৌঁছেছেন এমন অনেকেই ভোট দেয়ার সুযোগ পেতেন না।

 

জারি হওয়া অধ্যাদেশের মাধ্যমে আইনটির ওই ধারা বাতিল করে নতুন বিধান যোগ করা হয়েছে। নতুন ধারায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে ভোটার নিবন্ধন করা যাবে।

 

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল ১৫ সেপ্টেম্বর যোগ্য ও বাদ পড়া নাগরিকদের নিবন্ধনের জন্য একটি সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আরো ঘোষণা করেছিলেন, সরকার বিদেশে বসবাসকারী নেপালিদের ভোটাধিকার প্রদানের কাজ শুরু করেছে।

 

এদিকে নির্বাচন কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই বলেন, কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়ার জন্য ১২০ দিন বরাদ্দ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘আমরা প্রথমে ভোটার নিবন্ধন সম্পন্ন করব এবং এরপর প্রচলিত নিয়মে নির্বাচনি সময়সূচি ঘোষণা করব।’ সূত্র : কাঠমান্ডু পোস্ট