মাদাগাস্কারের ক্ষমতা নিলো সেনাবাহিনী

মাদাগাস্কারে নাটকীয় রাজনৈতিক পালাবদল ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার বিরুদ্ধে অভিশংসনের পক্ষে ভোট দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেনাবাহিনীর অভিজাত ইউনিট ক্যাপসাট ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে। 

জাতীয় রেডিওতে দেয়া এক বিবৃতিতে ক্যাপসাট ইউনিটের প্রধান কর্নেল মাইকেল র‌্যান্ড্রিয়ানিরিনা ঘোষণা দেন, ‘আমরা ক্ষমতা নিয়েছি।’ 

এই ঘোষণা দেয়ার পর কর্নেল র‌্যান্ড্রিয়ানিরিনা ও তার সহকর্মী সেনারা প্রেসিডেন্ট ভবনের সামনে অবস্থান নেন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সামরিক পোশাক পরিহিত সেনারা রাজপ্রাসাদের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। 

এর আগে শনিবার ক্যাপসাট প্রেসিডেন্টের কর্তৃত্ব অমান্য করে আকস্মিকভাবে রাজোলিনার পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়। খবর বিবিসির।

পার্লামেন্টে অভিশংসন প্রস্তাবটি ১৩০ ভোটে গৃহীত হয়, যেখানে রাজোলিনার নিজের দল ইরমার–এর সদস্যরাও তার বিপক্ষে ভোট দেন। এই ভোটের মাধ্যমে প্রেসিডেন্টের ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়। এখন অভিশংসনের বৈধতা নিশ্চিত করতে বিষয়টি যাবে উচ্চ সাংবিধানিক আদালতে।
 
অন্যদিকে প্রেসিডেন্ট রাজোলিনা সোমবার হঠাৎ ফেসবুক পোস্টে বলেন, পার্লামেন্টের এই বৈঠক ‘অবৈধ ও অসাংবিধানিক।’ তিনি দাবি করেন, জাতীয় পরিষদ আগেই তিনি ভেঙে দিয়েছেন, তাই এই ভোট ‘অবৈধ ও বাতিলযোগ্য ।’ 

এদিকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজধানী আন্তানানারিভোতে। সেনাবাহিনীর এই পদক্ষেপের পর মাদাগাস্কারে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।