রাশিয়ার উরাল অঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
সংবাদ সংস্থা তাস এর প্রতিবেদন মতে, বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক শহরের কাছে কোপেইস্কে একটি গোলাবারুদের কারখানায় এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লাস্টমাস সামরিক প্ল্যান্টে বিস্ফোরণ এবং আগুনের গোলা দেখা গেছে।
চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার মতে, বিস্ফোরণের পরপরই সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং একটি কমান্ড সেন্টার স্থাপন করে। শহরের বাসিন্দা বা বেসামরিক স্থাপনার জন্য কোনো হুমকি নেই বলেও জানান তিনি।
গভর্নর আরও জানান, যে আগুন লেগেছিল তা নিভে গেছে। তবে কোন কারখানায় বিস্ফোরণ হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। বিস্ফোরণের কারণও জানাননি। বলেছেন, কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
হতাহতের সংখ্যা জানিয়ে এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ১০ জনের নিহত হয়েছে। আরও ১৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক দিনের শোক ঘোষণা করা হয়েছে।