ভেনেজুয়েলার টাচিরা প্রদেশের পারামিলো বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। পাইপার পিএ–৩১টি১ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি উড্ডয়নের চেষ্টার সময় আকাশে উচ্চতা নিতে ব্যর্থ হয় এবং রানওয়েতে ভেঙে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
ভেনেজুয়েলার জাতীয় বেসামরিক বিমান চলাচল ইনস্টিটিউট (আইএনএসি) জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দেশটির বেসামরিক বিমান দুর্ঘটনা অনুসন্ধান বোর্ড (জেআইএএসি) ইতোমধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি রানওয়ে থেকে সামান্য উচ্চতায় ওঠার পরই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। বিমানবন্দরের একাধিক সূত্র ধারণা করছে, উড্ডয়নের সময় বিমানটির একটি টায়ার ফেটে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে, তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, বিমানটি সাধারণত ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করত এবং সম্প্রতি পানামা ও কিউবায়ও যাত্রী পরিবহন করেছে।