ভারতের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের মাত্র ১০টিতে জয়লাভ করেছেন মুসলিম প্রার্থীরা।
গতবারের চেয়ে মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক কমেছে। সবমিলিয়ে ১৯৯০ এর পর অনুষ্ঠিত আটটি নির্বাচনে বিহারে এবারই সবচেয়ে কম মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেয়া এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বিহারের বিধাসনসভায় মোট ২৪৩টি আসনের মধ্যে সদ্যসমাপ্ত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জেলার আসন থেকে মাত্র ১০ জন প্রার্থী জয়ী হয়েছেন।
এই ১০ জনের মধ্যে ৫ জন আবার বিহারভিত্তিক কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন; তারা তেলেঙ্গানাভিত্তিক রাজনৈতিক দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এর প্রার্থী।
অন্যদিকে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা অপর ৫ মুসলিম প্রার্থীর মধ্যে একজন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের। এছাড়া বাকি চারজনের মধ্যে ২ জন কংগ্রেস ও ২ জন তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী ছিলেন।
সবশেষ ২০২০ সালে বিহারের বিধানসভা নির্বাচনে ১৯ জন মুসলিম প্রার্থী জয়লাভ করেছিলেন। তারও আগে ২০১৫ সালের নির্বাচনে ২৪ জন মুসলিম প্রার্থী বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
ভারতের রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকদের মতে, বিহারে গত ৭ দশকের মধ্যে এবারই সবচেয়ে কম সংখ্যক মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন।
২০২২-২৩ সালে বিহারে পরিচালিত একটি জনশুমারি ফলাফল বলছে, ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে মুসলিমদের সংখ্যা ১৩ কোটি ৭ লাখ। অর্থাৎ, শতকরা হিসেবে বিহারের মোট জনসংখ্যার ১৭ দশমিক ৭ শতাংশই মুসলিম। তবে বিধানসভায় রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নেই বললেই চলে।
২০১৫ ও ২০২০ সালে যেখানে বিহারের বিধানসভায় মুসলিমদের আনুপাতিক প্রতিনিধিত্ব ছিল যথাক্রমে ৯ দশমিক ৮৭ এবং ৭ দশমিক ৮ শতাংশ, সেখানে এবারের বিধানসভা নির্বাচনে এই হার ৫ শতাংশেরও নিচে নেমেছে।