ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারেকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে দোষীসাব্যস্ত করে গত সেপ্টেম্বরে বলসোনারোকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেয় ব্রাজিলের সুপ্রিম কোর্ট। এরপর থেকেই গৃহবন্দি ছিলেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে রাজধানী ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী সেলসো ভিলার্ডি। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা উল্লেখ করেনি তিনি। 

বলসোনারে একজন ঘনিষ্ঠ সহযোগী সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, গ্রেপ্তারের পর সাবেক এই রাষ্ট্রপ্রধানকে ব্রাসিলিয়ার পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দেশটির কেন্দ্রীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, তার বিরুদ্ধে পুলিশই একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিল, যা সুপ্রিম কোর্টের অনুরোধের পর কার্যকর করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা আদালতের আদেশে দেখা গেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস একটি আদালতের সিদ্ধান্তে বলসোনারেকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। 

আদেশে তিনি বলেন, বলসোনারোর বাড়ির সামনে সমর্থকদের ব্যাপক সমাবেশ পুলিশের নজরদারিতে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া আগের রাতে তার গোড়ালিতে বাঁধা ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসের সঙ্গে কারসাজির প্রমাণও পাওয়া গেছে। এই পরিস্থিতিতে অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তার শেষ পর্যন্ত পালানোর সুযোগ তৈরি হবে উল্লেখ করেন বিচারপতি।

প্রসঙ্গত, বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যান জেয়ার বলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও বলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। 

পরে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ পাঁচটি অভিযোগের সবগুলোতে বলসোনারোকে দোষীসাব্যস্ত করে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেন দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের একটি বেঞ্চ। বলসোনারোর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানেরাসহ আরও সাতজন এই মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন। সূত্র: রয়টার্স