ভারতের সেভেন সিস্টার্সের অরুণাচলকে নিজেদের দাবি করলো চীন

ভারতের সেভেন সিস্টার্সখ্যাত অঞ্চলের অরুণাচলকে নিজেদের বলে দাবি করেছে চীন। মঙ্গলবার (২৫ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে এই দাবি করেন।

তিনি বলেন, জাংনান (অরুণাচল প্রদেশকে চীনের দেয়া নাম) চীনের ভূখণ্ড। ভারত যে অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি অঞ্চল গঠন করেছে, সেটিকে আমরা কখনো স্বীকৃতি দেইনি।

এদিকে, ২১ নভেম্বর সাংহাই বিমানবন্দরে পেমা ওয়াং থংডক নামে অরুণাচল প্রদেশের এক নারীকে ১৮ ঘণ্টা ধরে আটকে রাখার অভিযোগ ওঠে। তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ উল্লেখ থাকায় তা ‘অবৈধ’ বলে দাবি করে চীনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

তবে ভারতীয় নাগরিককে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।সূত্র : হিন্দুস্তান টাইমস ও অন্যান্য