সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টিপাতের মধ্যে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চূড়ায় শক্তিশালী এক বজ্রপাতের শ্বাসরুদ্ধকর ভিডিও শেয়ার করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুবাইসহ দেশটির বিভিন্ন অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, দুবাইয়ের সবুজ ও কালো মেঘাচ্ছন্ন আকাশের নিচে দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফার ঠিক চূড়ায় একটি বৈদ্যুতিক ঝলকানির মতো বজ্রপাত আঘাত হানছে। সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান এই ভিডিওটি শেয়ার করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এর আগে বুধবারই ক্রাউন প্রিন্স তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাসিন্দাদের আসন্ন বৃষ্টির বিষয়ে প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি আবহাওয়া মানচিত্র ও মরুভূমির ওপর দিয়ে মেঘ উড়ে যাওয়ার দৃশ্য শেয়ার করে দুর্যোগপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, দেশটিতে বর্তমানে 'আল বাশায়ার' (Al Bashayer) নামক একটি নিম্নচাপের প্রভাব চলছে। বৃহস্পতিবার এই পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে শারজাহ ও রাস আল খাইমাহর বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে। এনসিএম-এর পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের শেষভাগে আবুধাবি ও দুবাইয়ের ওপর দিয়ে আরও একটি শক্তিশালী বৃষ্টির ঢেউ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, লোহিত সাগর থেকে আসা এই নিম্নচাপের কারণে মেঘের ঘনঘটা বাড়বে, যা বজ্রসহ বৃষ্টি এবং সীমিত এলাকায় শিলাবৃষ্টির কারণ হতে পারে। পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।