যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাঘচি

যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (১২ জানুয়ারি) আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ‘চলমান অস্থিরতার মধ্যেও আমেরিকার সাথে যোগাযোগের পথ খোলা রয়েছে, তবে জোর দিয়ে বলেন যে তার দেশ ‘সকল বিকল্পের জন্য প্রস্তুত।’ দাবি করেন, গত বছরের ১২ দিনের সংঘাতের তুলনায় ইরানের এখন ‘বড় এবং ব্যাপক সামরিক প্রস্তুতি’ রয়েছে।

রোববার ট্রাম্পের হুঁশিয়ারির পর তার এই মন্তব্য এলো। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে, ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের অব্যাহত দমন-পীড়ন চললে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে। সেক্ষেত্রে তারা ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনা করছে। যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানে হয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। প্রথমে এই বিক্ষোভ ব্যাপক মূল্যস্ফীতি ও জীবন যাত্রার ব্যয় বাড়ানোর জন্য হলেও পরে তা সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়।

সম্প্রতি মার্কিন বিশেষ বাহিনীর হস্তক্ষেপে বামপন্থি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের নির্দেশ দেয়া ট্রাম্প বলেছেন, ‘তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে, তবে বৈঠকের আগে যা ঘটছে তার কারণে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।’ 

এদিকে, আরাঘচি আরও বলেন, ‘যদি ওয়াশিংটন আগে যে সামরিক বিকল্প পরীক্ষা করেছে তা পরীক্ষা করতে চায়, তাহলে আমরা তার জন্য প্রস্তুত।

তবে, তিনি আশা প্রকাশ করেন যে আমেরিকা বুদ্ধিমানের মতো সংলাপের পথ বেছে নেবে, একই সাথে যারা ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য ওয়াশিংটনকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে তাদের সম্পর্কে সতর্ক করে দেন।