নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।
বুধবার (১৪ জানুয়ারি) এক সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানান, তেহরানে ব্রিটিশ দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন থেকে দূতাবাসটি ‘রিমোটলি’ বা দূরবর্তী স্থান থেকে তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতাও হালনাগাদ করেছে দেশটির ফরেন অফিস।
একজন ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটিশ রাষ্ট্রদূতসহ দূতাবাসের সব কনস্যুলার কর্মীকে ইতোমধ্যে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং দেশটির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির মুখে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির কারণেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কোনো হামলা চালায়, তবে ওয়াশিংটনের সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। এমন সংঘাতময় পরিস্থিতির আশঙ্কায় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ও দপ্তর থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে।