ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

খামেনির ওপর হামলা মানেই যুদ্ধ ঘোষণা: ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যেকোনো ধরনের হামলাকে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই কড়া বার্তা দেন।

রোববার (১৮ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। ট্রাম্পের এই বক্তব্যকে খামেনিকে ক্ষমতাচ্যুত করা বা হত্যার প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে দেখছে তেহরান।

এর জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রেসিডেন্ট পেজেশকিয়ান লিখেছেন, ‘আমাদের মহান নেতার ওপর যেকোনো হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।’

তিনি আরও বলেন, ইরানি জনগণের বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের অমানবিক নিষেধাজ্ঞা এবং দীর্ঘদিনের শত্রুতা দায়ী।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প খামেনির কঠোর সমালোচনা করে তাকে ‘অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করেন এবং ইরানে সাধারণ মানুষ হত্যা বন্ধের আহ্বান জানান।

অন্যদিকে, ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সহিংস রূপ নেয়। সরকারি সূত্রের দাবি অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই ব্যাপক প্রাণহানির জন্য আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন, কারণ তার মতে ট্রাম্পের উসকানিতেই বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।