গাজায় যুদ্ধবিরতি: মোসাদের প্রধানসহ প্রতিনিধি দল কাতারে 

গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনার জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল কাতার গেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশে তারা কাতার যান। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। খবর রয়টার্সের।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (১১ জানুয়ারি) মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। বৈঠকের পর নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে দেয়ার জন্য আলোচনা এগিয়ে নিতে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল কাতারে পাঠান।

একজন ইসরাইলি কর্মকর্তা জানান, গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরাইল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। এই চুক্তির মধ্যস্থতা করছে মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে গাজায় যুদ্ধ বন্ধ করতে চুক্তির জন্য নতুন করে প্রচেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উইটকফ শুক্রবার দোহায় পৌঁছেন এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সাথে দেখা করেন।

২০২৩ সালের অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরাইলে হঠাৎ করে হামলা চালায়। সে সময় ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনেরও বেশি লোককে জিম্মি করা হয়।

এর জবাবে গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

ইসরাইলি জিম্মিদের পরিবার নেতানিয়াহুর কর্মকর্তাদের কাতারে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।