হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনার জন্য কাতারের রাজধানীতে একটি প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। দেশটি এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) দোহায় একটি প্রতিনিধি দল পাঠানো হবে।
এর আগে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যকরের জন্য কয়রোতে হামাস নেতারা মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানৌয়া একদিন আগে বলেছেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এদিকে ইউরোপের প্রধান দেশগুলো জানিয়েছে, তারা ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করে।
আরব-সমর্থিত পরিকল্পনাটি বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই পরিকল্পনাটি বাস্তবায়নের কথা বলা হয়েছে।
গাজা পুনর্গঠনে মিসরের পরিকল্পনাটি আরব নেতারা অনুমোদন করেছেন। কায়রোতে গত মঙ্গলবার আরব লিগের সম্মেলনে মিসরের প্রস্তাবটি অনুমোদন করা হয়। এর তিন দিন পর শনিবার (০৮ মার্চ) জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
সূত্র: এএফপি