ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান। এ নিয়ে ২১ দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল কোনো উসকানি ছাড়াই হামলা চালিয়ে করা অপরাধের প্রতিশোধ নিতে বাধ্য হয়েছে ইরান। এর অংশ হিসেবে সোমবার সকালে ইসরায়েলের দিকে ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক শিল্প স্থাপনাগুলোর বিরুদ্ধে কার্যকর এবং ধারাবাহিক ক্ষেপণাস্ত্র অভিযানের ধারাকে আরও জোরদার করা হবে।