মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল একমত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে তিনি একমতের বিষয়টি জানান। মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পর উভয় পক্ষকে তা লঙ্ঘন না করার আহ্বান জানান।
ইরান ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই ঘোষণা আসে, যার ফলে দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেবাতে কমপক্ষে চারজন নিহত হয়।
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি, তবে ইসরায়েল যদি তার ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তবে তেহরান আক্রমণ বন্ধ করবে।
ইরান সোমবার (২৩ জুন) সন্ধ্যায় কাতারের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেখানে আমেরিকান সেনারা বাস করেন। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এটি করা হয়।
ইরান বলছে, শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ১৩ শিশুসহ ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে ৩ হাজার ৫৬ জন আহত হয়েছেন। ইসরায়েলে ইরানের হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন।