গাজায় ইসরায়েলি হামলায় ৭২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান বাহিনী শুক্রবার (২৭ জুন) দিনভর হামলা চালায়। হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭৪ জন। এ তালিকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো মানুষেরাও আছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে । সূত্র: আনাদোলু এজেন্সি। 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ৩৩১ পৌঁছেছে। আর আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর  ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  এদিন তারা ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী।