গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ এবং উপত্যকাটিতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। রোববার (১৭ আগস্ট) গাজায় আটক জিম্মিদের পরিবারের সমর্থনে দেশব্যাপী এ বিক্ষোভে অংশ নেয় সাধারণ মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা এবং জিম্মিদের ছবি বহন করে বিভিন্ন সমাবেশে বাঁশি, হর্ন ও ঢোল বাজিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভের একপর্যায়ে কিছু আন্দোলনকারী জেরুজালেম এবং তেল আবিবের মধ্যবর্তী প্রধান মহাসড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়, যার ফলে অন্তত ৩৮ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া জিম্মিদের একজন মাতান অ্যাংরেস্টের মা আনাত অ্যাংরেস্ট তেল আবিবের একটি পাবলিক স্কোয়ারে সাংবাদিকদের কাছে তার বেদনা প্রকাশ করেন। তিনি বলেন, জীবনের সবকিছুর মূল্য স্মরণ করতে গিয়ে যেন সবকিছু থেমে গেছে।

তেল আবিবের বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ইসরায়েলি হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদত, যিনি ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তার উপস্থিতি বিক্ষোভের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে তেল আবিব, জেরুজালেমসহ অন্যান্য স্থানে বিমান হামলার সাইরেন বাজলে বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আগমনের সতর্কীকরণ হিসেবে এই সাইরেনগুলো বাজানো হয়। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে।

এই বিক্ষোভগুলো প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষ এবং জিম্মি পরিবারগুলো সামরিক অভিযানের চেয়ে তাদের স্বজনদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।