কায়রোর মিশরীয় জাদুঘর থেকে চুরি হওয়া ফেরাউনের ব্যবহৃত স্বর্ণের ব্রেসলেট গলিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় ৩ হাজার বছরের পুরোনো ব্রেসলেটটি খ্রিষ্টপূর্ব ১০০০ সালের। এটি ফারাও আমেনেমোপের শাসনামলের।
গত ৯ দিন আগে জাদুঘরের সিন্দুক থেকে এটি চুরি করেন এক নারী পুরাকীর্তি পুনরুদ্ধার বিশেষজ্ঞ। পরে একাধিক হাত বদল হয়ে এটি এক স্বর্ণকারের কারখানায় গিয়ে গলিয়ে ফেলা হয়।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে প্রায় ৮ হাজার ডলারের মতো অর্থ বাজেয়াপ্ত করেছে। চুরি ঠেকাতে পুলিশ বিমানবন্দর ও সীমান্তে আগেই সতর্কতা জারি করেছিল। তবে গলানোর আগে মূল্যবান ব্রেসলেটটি উদ্ধার সম্ভব হয়নি।
পরে তদন্তে বেরিয়ে আসে চুরির নেপথ্যের আসল কাহিনি। ব্রেসলেটটি চুরি করেছিলেন জাদুঘরের এক নারী পুরাকীর্তি পুনরুদ্ধার বিশেষজ্ঞ। পরে তিনি তার পরিচিত এক রুপার কারিগরের হাতে ব্রেসলেটটি তুলে দেন। ওই কারিগর মাত্র ৩ হাজার ৭৩৫ ডলারে ব্রেসলেটটি বিক্রি করে দেন এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে। স্বর্ণ ব্যবসায়ী আবার কিছু মুনাফা রেখে ৪ হাজার ২৫ ডলারে ব্রেসলেটটি বিক্রি করে দেন আরেক কারখানার শ্রমিকের কাছে। শেষ পর্যন্ত সেই শ্রমিক অন্যান্য গহনার সঙ্গে মিশিয়ে ব্রেসলেটটি গলিয়ে ফেলেন।
ঘটনাটি ধরা পড়ে রোমে একটি প্রদর্শনীর জন্য নিদর্শন প্রস্তুতের সময়। কায়রোর মিশরীয় জাদুঘর মধ্যপ্রাচ্যের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে ১ লাখ ৭০ হাজারের বেশি নিদর্শন রয়েছে।