যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সামুদ্রিক ঝড় হারিকেন বেরিল আঘাত হেনেছে। বেরিলের শক্তিশালী আঘাতে লন্ডভন্ড হয়েছে পুরো এলাকা। ঘটনাস্থল হিউস্টন শহরে ৩ জন প্রাণ হারিয়েছেন। বাতিল করা হয়েছে ১৩০০ এর বেশি ফ্লাইট। স্থানীয় সময় সোমবার (৮ জুলাই) ভোরে বেরিল আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারি বৃষ্টি ও তীব্র বাতাসের সঙ্গে টেক্সাসের উপকূলীয় শহর মাটাগোর্ডার কাছে আছড়ে পড়ে হারিকেনটি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। হারিকেন বেরিলের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই অঞ্চলের ২৭ লাখের বেশি মানুষ।
টেক্সাসে আসার আগে ক্যারিনীয় দ্বীপপুঞ্জ বেরিল জামাইকা, গ্রেনাডা ও সেন্ট ভিনসেন্ট অতিক্রম করে বেরিল। তীব্র ঝড়ের আঘাতে এসব স্থানে বহু ভবন ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে নিহত হন অন্তত ১১ জন। হারিকেনটি ক্যারিবীয় অঞ্চলের মধ্যদিয়ে যাওয়ার পরে দুর্বল হয়ে পড়েছে বলে খবরে বলা হয়।