ঘুষ দেওয়ার মামলায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছানো হয়েছে। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এ সাজা ঘোষণা করা হবে। খবর আল জাজিরার।
স্থানীয় সময় শুক্রবার (৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই দিন ধার্য করেন।
তিনি জানান, ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পূর্বে ১৮ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তা এখন ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করতে আগে থেকেই নানা আইনি কৌশল অবলম্বন করছেন তার আইনজীবীরা।
ব্যবসায়িক নথিপত্রে ঘুষের তথ্য গোপনের মামলায় গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন নিউইয়র্কের জুরি। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট কিংবা সাবেক প্রেসিডেন্টকে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়।
বিচারক জুয়ান মার্চান তার সিদ্ধান্তে লিখেছেন, মামলাটি এমন একটি সাজা শুনানির দাবি রাখে, যা সম্পূর্ণভাবে বিচারকদের রায়ের ওপর নির্ভরশীল।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের তিন সপ্তাহ পর সাজা ঘোষণার দিন ধার্য করে জুয়ান বলেন, তাদের রায়ের প্রতি সম্মান জানানো উচিত। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ অনৈতিক প্রভাব খাটাতে না পারে, সে জন্য সাজা ঘোষণার দিন পেছানো জরুরি ছিল বলেও মন্তব্য করেন এ বিচারক।
তবে আদালতের এ সিদ্ধান্তের সমালোচনা করছেন ট্রাম্পের বিরোধীপক্ষ। তারা বলছেন, আদালতের এ ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে বিশেষ সুবিধা দিচ্ছে।
উল্লেখ্য, ২০০৬ সালে স্টর্মির সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। সেই সম্পর্কের কথা গোপন রাখতে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্ট্রর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তার ব্যবসায়িক রেকর্ডের কোথাও এ তথ্যের উল্লেখ ছিল না। পরে ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ দায়ের করা হয়।
ট্রাম্প বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার দাবি, স্টর্মির সঙ্গে তার কোনো যৌন সম্পর্ক ছিল না।