যুক্তরাষ্ট্রে ভোটের লড়াই: নারীতে এগিয়ে কমলা, পুরুষে ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। তাই এখন প্রচারণার তুঙ্গে রয়েছেন দুইদলের প্রার্থীরা। সমর্থকদের নিজ দলের ভোটে টানতে দোদুল্যমান রাজ্যগুলোয় জোর প্রচার চালাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

তবে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লিঙ্গসমতা বিষয়টি। এক বিশ্লেষণ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিগত দশকে সামাজিক পরিবর্তনের প্রতিফলন দেখা যেতে পারে এবারের নির্বাচনে। ফলে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের নেতা নির্বাচনে নারী ও পুরুষ ভোটারদের পৃথক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের পুরুষ ভোটারদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের অসংখ্য ভক্ত রয়েছে। অন্যদিকে প্রায় সমানভাবে নারীদের মধ্যে বিপুল জনপ্রিয় কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমলা হ্যারিস। তার আগে ২০১৬ সালে হিলারি ক্লিনটন প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করেছিলেন।

কমলা বরাবরই বলে আসছেন, লিঙ্গপরিচয় নয় বরং যোগ্যতার ব্যক্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জিততে চান তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনো কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হননি। তাই এ নতুনত্ব অনেককে আকৃষ্ট করলেও, দেশটিতে এখনো অনেক মানুষ রয়েছে, যাদের কাছে নারী নেতৃত্ব খুব একটা পছন্দ করছেন না।

এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের সমর্থকদের মধ্যে। এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও অনেক ডেমোক্র্যাট বিশ্বাস করেন এ ধরনের মনোভাব একজন নারী প্রার্থীর পক্ষে ভোটদানে নিরুৎসাহিত করতে পারে। ডেমোক্র্যাটদের মধ্যে একটি অংশ মনে করছেন ভোটে জেতার মত ব্যক্তিত্ব কমলার নেই ।

২০১৬ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের জনগণের নারীবিরোধী মনোভাব বেশ স্পষ্টতই ফুটে উঠেছিল। তবে মধ্যবর্তী সময়ে দেশটিতে নারী জাগরণ ও নানা ক্ষেত্রে নারীদের অগ্রগামিতার কারণে দৃশ্যপট অনেকটাই বদলেছে। ফলে আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটে নারী-পুরুষের সামাজিক অবস্থান নিয়ে চিন্তাভাবনার বহিঃপ্রকাশ হতে পারে।

এ ক্ষেত্রে কমবয়সী পুরুষদের কাছে পৌঁছাতে ট্রাম্পের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন কমলা। নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে দেখা গেছে, পুরুষ ভোটারদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে ট্রাম্প ১৪ শতাংশে এগিয়ে আছেন। আর নারী ভোটারদের মধ্যে কমলা এগিয়ে আছেন ১২ শতাংশে। সূত্র: নিউইয়র্ক টাইমস