সেই বাংলাদেশির থেকে আরও ১ লাখ কলা কিনবেন জাস্টিন সান

সদেবিজের কলা শিল্পকর্মের কলা যে দোকান থেকে কেনা হয়েছিল, সেই বাংলাদেশি ফল দোকানির কাছ থেকে ১ লাখ কলা কেনার ঘোষণা দিয়েছেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান। শুক্রবার (২৯ নভেম্বর) নিজের এক্স হ্যান্ডেলে এমন ঘোষণা দেন তিনি। 

এর আগে সদেবিজ-এর সমকালীন শিল্প নিলামে একটি কলা ৬.২ মিলিয়ন ডলারে—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা—বিক্রি হয়েছে। কলাটি কেনা হয়েছিল এক বাংলাদেশির দোকান থেকে, নাম শাহ আলম। তার দোকান থেকে ৩৫ সেন্টে কেনা কলা যে পাশের সদেবিজের নিলামে ৬.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে তা জানতেনও না তিনি। শুনে বেশ অবাক হয়েছিলেন। 

নিজের বিক্রি করা কলার এমন আকাশচুম্বী দাম শোনার পর কাঁদতে শুরু করেন তিনি। 

কান্নাজড়িত কণ্ঠে ৭৪ বছর বয়সি শাহ আলম বলেন, 'আমি একজন গরিব মানুষ। আমার জীবনে এমন টাকা কখনও আসেনি; এত টাকা আমি কখনও দেখিনি।'

শাহ আলমের প্রতিক্রিয়া গভীরভাবে স্পর্শ করেছে কলাটির ক্রেতা জাস্টিন সানকে। তিনি বলেন, 'এই শিল্পকর্মে তার (শাহ আলম) ভূমিকা কোনোভাবেই অবহেলা করার মতো নয়।' 

বাংলাদেশি এই ফল বিক্রেতাকে সহায়তা করতে তার কাছ থেকে ১ লাখ কলা কিনবেন বলে জানিয়েছেন জাস্টিন। এসব কলা তিনি বিনামূল্যে বিতরণ করবেন বলেও জানান।

এছাড়াও, শাহ আলমের পাশে দাঁড়ানোর জন্য একটি গোফান্ড মি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

উল্লেখ্য, নিউইয়র্কের ম্যানহাটনে একটি অদ্ভুত এবং নাটকীয় ঘটনা ঘটে, যা শুধু শিহরণ জাগায়নি, পুরো পৃথিবীকে বিস্মিত করে দিয়েছে। গত সপ্তাহে একটি সাধারণ কলা, যা ধূসর স্কচটেপ দিয়ে দেয়ালে সেঁটে রাখা ছিল, বিক্রি হয়েছে ৬ দশমিক ২ মিলিয়ন ডলারে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকায়!