সুদানের উত্তর দারফুর রাজ্যের আল-ফাশিরে চলমান সংঘাত ও অবরোধে অন্তত ৭৮২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত মে মাস থেকে চলা এ অবরোধ তুলে নিতে র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। সূত্র: রয়টার্স
শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, অবরোধ ও বিরামহীন লড়াইয়ে প্রতিদিন ব্যাপকহারে প্রাণহানি হচ্ছে। আল-ফাশিরের অবরোধ থামাতে সুদানের আরএসএফ’এর প্রতি অনুনয় জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এই উদ্বেগজনক পরিস্থিতি চলতে দেওয়া যায় না। র্যাপিড সাপোর্ট ফোর্সকে অবশ্যই ভয়ঙ্কর অবরোধের ইতি টানতে হবে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, তারা মে মাস থেকে অন্তত ৭৮২ জন বেসামরিকের মৃত্যু এবং ১১৪৩ জনেরও বেশি আহতের তথ্য নথিবদ্ধ করেছে। যারা এই এলাকা থেকে পালিয়ে গেছে আংশিকভাবে তাদের সাক্ষাৎকার ও অন্যান্য সাক্ষের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
তারা জানায়, শহরটির ঘনবসতিপূর্ণ এলাকায় আরএসএফ নিয়মিত তীব্র গোলাবর্ষণ করায় এবং সুদানের সশস্ত্র বাহিনীর পৌনঃপুনিক বিমান হামলার কারণে এসব হতাহতের ঘটনা ঘটছে। নিকটবর্তী জমজম শিবিরে পাঁচ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়ে আছেন। বেসামরিকদের ওপর এ ধরনের আক্রমণ যুদ্ধাপরাধ হতে পারে।