ভোটার নিবন্ধনে নাগরিকত্ব প্রমাণ বাধ্যতামূলক করার আদেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একটি নির্বাহী আদেশ জারি করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) স্বাক্ষরিত ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় অবশ্যই নাগরিকত্ব প্রমাণ করতে হবে এবং ব্যালট পেপারগুলো নির্বাচনের দিনই গ্রহণ করতে হবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প নিয়মিতই মার্কিন নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করেন। এমনকি ভোটদান পদ্ধতির বিরুদ্ধে আইনি লড়াইয়ে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার নির্বাচনি ব্যবস্থা নিয়ে নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প। 

হোয়াইট হাউসে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, ‘হয়তো কিছু লোক মনে করে আমার অভিযোগ করা উচিত নয়, কারণ আমরা গত নভেম্বরে বিপুল ভোটে জিতেছি।’ 
 
তিনি বলেন, আমাদের নির্বাচনকে আরও সহজ করতে হবে। ভুয়া নির্বাচনের কারণে এই দেশ এত অসুস্থ। আমরা যে কোনো ভাবে নির্বাচনকে আরো সহজ করে তুলব।’

যুক্তরাষ্ট্র ‘মৌলিক ও প্রয়োজনীয় নির্বাচনি সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতে ব্যর্থ হয়েছে’ উল্লেখ করে আদেশে অঙ্গরাজ্যগুলোকে ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনি অপরাধ বিচারের জন্য সরকারি সংস্থাগুলোর সাথে কাজ করার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কর্মকর্তারা যদি এই নির্দেশনা না মানেন তাহলে সরকারি তহবিল প্রত্যাহারেরও হুমকি দেয়া হয়েছে।
 
এদিকে বিশেষজ্ঞরা ট্রাম্পের নির্বাহী আদেশকে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, এর ফলে শেষ পর্যন্ত লক্ষ লক্ষ আমেরিকান ভোট দেয়া থেকে বঞ্চিত হতে পাতে পারে। অধিকার গোষ্ঠীগুলো এরই মধ্যে এই আদেশকে আদালতে চ্যালেঞ্জ করার প্রতিশ্রুতি দিয়েছে।