যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সঠিক সময় হলে প্রত্যাহার করা হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান শান্তিপূর্ণভাবে নিজেদের পুনর্গঠন করুক এবং আগ্রাসী অবস্থান থেকে সরে আসুক।
সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, 'আমি চাই সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। কারণ, আমি চাই না তারা ‘আমেরিকার মৃত্যু হোক’, ‘ইসরায়েলের মৃত্যু হোক’ স্লোগান দিয়ে ঘুরে বেড়াক। আমি চাই, তারা যেন শান্তিপূর্ণভাবে নিজেদের গড়ে তোলে।'
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনার সূচি নির্ধারণ করেছে। ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রও আলোচনায় প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট বলেন, 'যদি আমরা একটি চুক্তি লিখিতভাবে তৈরি করতে পারি, তবে তা হবে ইতিবাচক। আমরা দেখব, শেষ পর্যন্ত কী হয়।'
মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এর আগেই জানিয়েছেন, এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে আগামী সপ্তাহ বা তার আশেপাশের কোনো সময়।
সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রের ইরানের ওপর নতুন করে কোনো হামলা চালানোর পরিকল্পনা রয়েছে কি না। জবাবে তিনি বলেন, 'আমি আশা করি এমনটা করতে হবে না। আমি সেটা চাইও না। আমি কল্পনাও করি না তারা সেটি চায়। বরং তারা আমাদের সঙ্গে দেখা করতে চায়, আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছাতে চায়।'
ট্রাম্প আরও বলেন, দুই সপ্তাহ আগের তুলনায় এখন ইরানের মনোভাব অনেকটাই বদলে গেছে। তার ভাষায়, 'আমি মনে করি, ইরান এখন শান্তি চায় এবং সে চেষ্টায় রয়েছে। আমিও শান্তির পক্ষে।' সূত্র: আনাদোলু এজেন্সি