রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৮ আগস্ট) বিকেলে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তার।
সন্ধ্যায় আরও একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন জেলেনস্কি, যেখানে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধান, ন্যাটোর নেতৃবৃন্দ এবং ইউরোপের শক্তিধর দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা।
হোয়াইট হাউস সূত্র জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বৈঠক হবে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্মেলন।
এই বৈঠকগুলোর প্রেক্ষাপটে রয়েছে জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গত শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত বৈঠক, যার তিন দিনের মাথায় এ যুক্তরাষ্ট্র সফর।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর ট্রাম্প যুদ্ধবিরতির অবস্থান থেকে সরে এসে এখন একটি স্থায়ী যুদ্ধাবসানের পক্ষে অবস্থান নিচ্ছেন।
তবে ট্রাম্পের অবস্থান পরিবর্তন ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ তারা বরাবরই রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। যুদ্ধাবসান প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেকোনো নতুন সমঝোতায় তাদের অবস্থান সুরক্ষিত রাখতেই হোয়াইট হাউসে উপস্থিত হচ্ছেন ইউরোপীয় নেতারা।
বিশ্ব কূটনীতির জন্য এই বৈঠকগুলোর ফলাফল হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং ভূরাজনৈতিক ভারসাম্য পুনঃগঠনের প্রেক্ষাপটে।