ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন: ট্রাম্প

বারাক ওবামা নোবেল পেয়েছে কিছু না করেই, অথচ আমি যুদ্ধ থামিয়েছি বহু মানুষের জীবন রক্ষা করেছি এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই শান্তি নোবেল পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন ট্রাম্প। এবার নোবেল ঘোষণার ঠিক আগমুহূর্তে ফের নিজের অবস্থান জানালেন তিনি।

সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। বারাক ওবামা নোবেল পেয়েছে কিছু না করেই। সে জানেও না কেন তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। অথচ আমি যুদ্ধ থামিয়েছি, বহু মানুষের জীবন রক্ষা করেছি।

তিনি আরও বলেন, আমি জানি আমি নোবেল পাওয়ার জন্য যুদ্ধ থামাইনি। আমি থামিয়েছি কারণ তা প্রয়োজন ছিল। এখন নোবেল কমিটির যা করা উচিত তাই করা উচিত।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মাত্র ৮ মাসের মাথায় শান্তি নোবেল পান ওবামা। সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।

প্রতি বছরই বিশ্বের নজর থাকে এই পুরস্কার ঘোষণার দিকে। এবারও তার ব্যতিক্রম নয়। ২০২৫ সালের শান্তি নোবেল পুরস্কার ঘোষিত হতে যাচ্ছে আর মাত্র ৩০ মিনিট পর।