যুক্তরাষ্ট্রে ভ্রমণ এখন আরও সহজ হলো বিশ্বের ৪২টি দেশের নাগরিকদের জন্য। ২০২৫ সালের আপডেটকৃত ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রাম (VWP) অনুযায়ী, এই প্রোগ্রামের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বা ভ্রমণকারীরা, ভিসা ছাড়াই সংক্ষিপ্ত সফর, ব্যবসা অথবা অবকাশ যাত্রার জন্য দেশটিতে প্রবেশ করতে পারবেন।
প্রবেশের জন্য ভ্রমণকারীদের অবশ্যই ইলেকট্রনিক পাসপোর্ট (e-passport) থাকতে হবে, যাতে একটি এম্বেডেড চিপ থাকে। এটি যাত্রীর পরিচয় যাচাই এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।
এই প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক যাত্রীদের অবশ্যই অনলাইন নিবন্ধনের মাধ্যমে ESTA (Electronic System for Travel Authorization) সম্পন্ন করতে হবে। একবার অনুমোদন পেলে এটি ২ বছর পর্যন্ত কার্যকর থাকে এবং প্রতি সফরে সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা যাবে।
তবে এই সুবিধা কাজ, পড়াশোনা বা স্থায়ী বসবাসের জন্য প্রযোজ্য নয়। এজন্য যাত্রীদের আলাদা ভিসা আবেদন করতে হবে।
অঞ্চলভিত্তিকভাবে ভিডব্লিউপি অন্তর্ভুক্ত দেশগুলোর তালিকা
ইউরোপ
অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইজারল্যান্ড, রোমানিয়া, সুইডেন, মোনাকো এবং আরও কিছু দেশ।
এশিয়া-প্যাসিফিক
অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, জাপান।
মধ্যপ্রাচ্য ও অ্যামেরিকা
তাইওয়ান, ইসরায়েল, কাতার, চিলি।
যোগ্যতার প্রধান শর্তসমূহ
- আবেদনকারীকে ৪২টি অনুমোদিত দেশের নাগরিক হতে হবে।
- অপরাধমূলক ইতিহাস থাকলে প্রোগ্রামে অংশগ্রহণ সম্ভব নয়।
- ২০১১ সালের পর ইরান, উত্তর কোরিয়া বা অন্য নিষিদ্ধ দেশে ভ্রমণকারী যাত্রীরা অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
- যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা লঙ্ঘন করলে এই প্রোগ্রামে সুযোগ মিলবে না।
- সর্বোচ্চ অবস্থান সীমা: ৯০ দিন।
- কাজ, পড়াশোনা বা অভিবাসন সংক্রান্ত উদ্দেশ্যে যাত্রার জন্য আলাদা ভিসা প্রয়োজন।
যদিও এই প্রোগ্রাম ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেয়, তবে প্রতিটি যাত্রীকে কড়াভাবে যাচাই-বাছাই করা হয়। দেশটির নিরাপত্তা সংস্থাগুলো প্রতিনিয়ত সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে।