মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করে ইউক্রেন যুদ্ধের অবসানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বুধবার (২২ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি পুতিনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন শি জিনপিং... আমরা অবশ্যই রাশিয়া-ইউক্রেন বিষয়েও কথা বলব।
ট্রাম্প এমন এক সময় এই মন্তব্য করলেন যখন শোনা যাচ্ছে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এই দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প জানান, তার আসন্ন এশিয়া সফরে তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও জাপান সফরেও যাবেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ায় আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করব। আমরা একসঙ্গে অনেক প্রশ্ন, সংশয় এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব। শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো। একইসঙ্গে আসন্ন বৈঠকটি ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।