মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি আবেদন উন্মুক্ত করতে যাচ্ছে। তবে দুঃখজনক বিষয়, গত বছরের মতো এবারও বাংলাদেশ ডিভি লটারির জন্য আবেদন করার যোগ্য দেশগুলোর মধ্যে নেই।
মার্কিন দূতাবাস জানিয়েছে, ২০১২ সাল থেকে বাংলাদেশ এই কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্য নয়। কারণ, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। ডিভি লটারির উদ্দেশ্য হলো সেই দেশগুলোর নাগরিকদের জন্য সুযোগ তৈরি করা যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলকভাবে কম।
যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশিদের সতর্ক করেছেন, ডিভি লটারি বা ভিসা যোগাড়ের নামে কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান বা ব্যক্তি যে প্রতারণামূলক প্রস্তাব দেবে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দূতাবাসের সঙ্গে এমন প্রতিষ্ঠান বা ব্যক্তির কোনো সম্পর্ক নেই।
শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া সহ আরও কিছু দেশের নাগরিক এইবার ডিভি লটারির আবেদন করতে পারবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ডিভি লটারি আবেদনযোগ্য এশীয় দেশগুলো হলো: আফগানিস্তান, বাহরাইন, ভুটান, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
ডিভি লটারি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি অভিবাসন কর্মসূচি। এর মাধ্যমে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে ‘গ্রিন কার্ড’ দিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কম, সেসব দেশ থেকে মানুষ এই লটারি প্রক্রিয়ায় অংশ নিতে পারে।