মালয়েশিয়ায় নেমেই নাচলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় পৌঁছেছেন। স্থানীয় সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে স্থানীয় ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের সঙ্গে ট্রাম্প স্বতঃস্ফূর্তভাবে নাচতে দেখা যায়। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমান কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণের পরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের পারফরম্যান্সের ছন্দে ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ও হাসিমুখে নাচে অংশ নেন। উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান। ট্রাম্প দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নাড়াও করেন।

ট্রাম্প প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনব্যাপী মালয়েশিয়া সফরে রয়েছেন। এসময় তিনি ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন, ত্রয়োদশ আসিয়ান-ইউএস শীর্ষ সম্মেলন এবং ২০তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সাংস্কৃতিক অভ্যর্থনা পর্ব শেষে ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় লিমুজিন ‘দ্য বিস্ট’ এ চড়ে সম্মেলন ভেন্যুর উদ্দেশে রওনা হন।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে সফর করা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। এর আগে ১৯৬৬ সালে লিন্ডন বি জনসন, এবং ২০১৪ ও ২০১৫ সালে বারাক ওবামা মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে এসেছিলেন।

মালয়েশিয়া সফরের পর ট্রাম্প সোমবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়া, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের সময় শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হবেন। ট্রাম্প আশা করছেন ১ নভেম্বরের আগে চীন একটি চুক্তিতে রাজি হবে অন্যথায় তিনি আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।