জাপানের মধ্যাঞ্চলের গানমা প্রদেশে একটি এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষের ফলে একই স্থানে কমপক্ষে ৫০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গুনমা প্রিফেকচারের মিনাকামির কান-এতসু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছেন, দুটি ট্রাকের সংঘর্ষ থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর দ্রুতগতির আরও অনেক গাড়ি এসে ওই দুই গাড়ির ওপর আছড়ে পড়লে একের পর এক যানবাহনে আগুন ধরে যায়।
পুলিশ আরও জানিয়েছে, এতে টোকিওর ৭৭ বছর বয়সি এক নারী এবং একজন ট্রাকচালক নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
তুষারপাতের সতর্কতার মধ্যে নিউ ইয়ারের ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রাস্তা আটকে দিলে পেছন থেকে আসা গাড়িগুলো পিচ্ছিল সড়কে ব্রেক করতে না পেরে একের পর এক ধাক্কা খায়।
গাড়িগুলো থেকে আগুন নেভাতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লেগেছে। ঘটনার পর মহাসড়কের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়।