মাখোঁকে ডানপন্থী নেতা মেরিন লের হুঁশিয়ারি

জার্মানির ন্যাশনাল র‌্যালি দলের অতি ডানপন্থী নেতা হিসাবে পরিচিত মেরিন লে পেন ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে সতর্ক করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট মাখোঁ ইউক্রেনে সেনা পাঠানোর সুযোগ পাবেন না যদি তাঁর দল পরবর্তী সরকার গঠন করে। 

পার্লামেন্টে ন্যাশনাল র‌্যালির নেতৃত্ব দেওয়া মেরিন একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সশস্ত্র বাহিনীর প্রধান প্রেসিডেন্টের জন্য একটি আলংকারিক পদ। প্রধানমন্ত্রীই আদতে এ বাহিনীর দেখভাল করে থাকেন।’

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দল বাজে ফল করায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাখোঁ। দুই ধাপে ভোট গ্রহণের প্রথমটি অনুষ্ঠিত হবে রোববার। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ৭ জুলাই।

রাশিয়ার পুরোদমে হামলা শুরুর পর ইউক্রেনকে সমর্থন দেওয়া ইউরোপের প্রভাবশালী নেতাদের একজন মাখোঁ। রাশিয়া যদি বেশি বাড়াবাড়ি করে, সে ক্ষেত্রে ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করতে অস্বীকার করে আসছেন তিনি।

স্থানীয় পত্রিকা লে টেলিগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে মেরিন বলেন, ন্যাশনাল র‌্যালির নেতা জর্দান বারদেলা ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মনে করেন তিনি। তখন প্রেসিডেন্টের ক্ষমতা কমবে।

বিষয়টি ব্যাখ্যা করে মেরিন বলেন, ‘তাঁর (মাখোঁর) সঙ্গে বিবাদে জড়ানোর কোনো ইচ্ছা নেই জর্দানের। তবে তিনি একটি চূড়ান্ত সীমা ঠিক করে দেবেন, প্রেসিডেন্ট সেনা পাঠাতে সক্ষম হবেন না।’

এর মানে হলো ক্ষমতা ভাগাভাগি; প্রেসিডেন্ট ও সরকারের আলাদা দল। ফ্রান্সে ২০০২ সালের পর এমনটি দেখা যায়নি।