স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ভয়াবহ এ বন্যায় বহু রাস্তাঘাট, সেতু, ভবন এবং গাড়ি ভেসে গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
 
এতে বলা হয়, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেন। এতে ডুবে গেছে বহু এলাকা। এ ছাড়া এর প্রভাবে পূর্ব স্পেনে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি পরিষেবাকর্মীরা।
 
মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির ফলে আকস্মিক এ বন্যা শুরু হয়। এর প্রভাবে অনেক এলাকার সেতু এবং ভবন ডুবে গেছে। প্রাণে বাঁচতে কেউ কেউ ভবনের ছাদে উঠে অবস্থান নিয়েছেন।
 
বিবিসি জানায়, ভ্যালেন্সিয়া প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৯২ জন ও এর আশপাশে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
 
বুধবার (৩০ অক্টোবর) জাতীয় ভাষণে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যার চরম পরিস্থিতি অব্যাহত থাকায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে।
 
জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটির মতে, ভ্যালেন্সিয়ার নিকটবর্তী শহরগুলোর একটি চিভায় মঙ্গলবার মাত্র আট ঘণ্টার মধ্যে ব্যাপক বৃষ্টি হয়। এ সময় ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা এক বছরের বৃষ্টিপাতের সমান।
 
এইএমইটি ভ্যালেন্সিয়া অঞ্চলে একটি লাল সতর্কতা এবং আন্দালুসিয়ার কিছু অংশে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের সতর্কতা ঘোষণা করেছে।

এই বন্যাকে স্পেনের ইতিহাসের অন্যতম ভয়াবহ বলে মনে করা হচ্ছে। এর আগে ১৯৭৩ সালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছিল।