যুক্তরাজ্যে প্রবেশ করলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গ্রেপ্তার হতে পারেন বলে আভাস দিয়েছে ব্রিটেন । খবর বিবিসি’র।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর মুখপাত্র এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে জানিয়েছেন, ‘সরকার আইনের অধীনে তার দায়িত্ব পালন করবে।’
সম্প্রতি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
যুক্তরাজ্যের আইন অনুযায়ী, আইসিসি কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সংশ্লিষ্ট মন্ত্রীকে তা স্থানীয় বিচারিক কর্মকর্তার কাছে পাঠাতে হয়। বিচারিক কর্মকর্তা যদি নিশ্চিত হন যে, পরোয়ানাটি বৈধ, তবে তা কার্যকরের জন্য অনুমোদন দেবেন। এই আইনের অধীনে আদালতই অভিযুক্তকে গ্রেপ্তার বা হস্তান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়।
ডাউনিং স্ট্রিট জানিয়েছে, যুক্তরাজ্য আইসিসি’র স্বাধীনতাকে সম্মানের পাশাপাশি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিকে সমর্থন করে। তবে গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কার্যকারিতা নির্ভর করছে আদালতের ১২৪ সদস্য দেশের মধ্যে কতগুলো এটি বাস্তবায়ন করবে তার ওপর। উল্লেখ্য, ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র আইসিসি’র সদস্য নয়।
মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসি’র এই পদক্ষেপকে ‘উগ্রপন্থী’ আখ্যা দিয়েছেন। অন্যদিকে, ইউরোপের বিভিন্ন দেশ আইসিসি’র সিদ্ধান্ত সমর্থন করে তা বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলেছে।