আল-আকসার ইমামকে নিষেধাজ্ঞা

জুম্মার খুতবায় গাজায় ইসরায়েলি গণহত্যার সমালোচনা ও নিন্দা জানানোর অভিযোগে আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহম্মদ সেলিমকে সাত দিনের নিষেধাজ্ঞা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

শনিবার (১২ এপ্রিল) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, শুক্রবার খুতবার সময় আল আকসার খতিব শেখ মুহাম্মদ গাজার ওপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা ও তীব্র প্রতিবাদ করেন। যার ফলে প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং উপত্যকাটি বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ করেন।

এরপর নামাজ শেষে বের হয়ে যাওয়ার সময় আল আকসার একটি ফটক থেকে শেখ মুহম্মদ সেলিমকে আটক করে ইসরায়েলি পুলিশ। তারপর তাকে পূর্ব জেরুজালেমের একটি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে দেওয়া হয় সাত দিনের নিষেধাজ্ঞা।

আল-আকসা মসজিদের তত্ত্বাবধানকারী ইসলামিক এনডাউমেন্ট বিভাগের কর্মকর্তা আনাদোলু বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে পারে।