প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও

বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের নতুন ধর্মগুরু পোপ লিও চতুর্দশ রোববার (১১ মে) তাঁর প্রথম ভাষণে গাজা ও ইউক্রেন সংকটসহ বৈশ্বিক শান্তির প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকার বারান্দা থেকে দেওয়া এই ভাষণে তিনি যুদ্ধবিরতি, মানবিক সহায়তা ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।  

পোপ লিও গাজায় চলমান সংঘাত বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, যুদ্ধ কখনো সমাধান নয়। আমি বিশ্ব নেতাদের বলছি, আর যুদ্ধ নয়! গাজার নিরীহ নারী, শিশু ও বেসামরিক জনগণের দুর্দশা অবশ্যই থামাতে হবে।

তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, টেকসই শান্তির জন্য সংলাপই একমাত্র পথ।  

নতুন পোপ তাঁর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের আদর্শকে ধারণ করে তরুণদের প্রতি সহমর্মিতা ও সেবার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘আসুন আমরা একে অপরের সেবায় নিজেকে নিয়োজিত করি। বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধের টুকরো টুকরো অংশে বিভক্ত—এটি রোধ করতে হবে।’ 

পোপের ভাষণের সময় রোমের সেন্ট পিটার্স স্কয়ারে প্রায় দেড় লাখ মানুষ জড়ো হয়েছিলেন। ইস্টার উদযাপনের অংশ হিসেবে ‘কুইন অব হ্যাভেন’ নামক ঐতিহ্যবাহী প্রার্থনা সংগীত পরিবেশন করেন পোপ লিও, যা উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যান্ডদলও পপ ও ধর্মীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।