ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
শনিবার (২৮ জুন) ইসরায়েলের চ্যানেল ১২-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনীতি থেকে বিরতি নেওয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন উঠেছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, তার যথেষ্ট সমর্থন আছে নেতানিয়াহুকে আবারও ক্ষমতাচ্যুত করার জন্য।
সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেন, ‘নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় আছেন যা অনেক বেশি সময়।’ তিনি বলেন, ‘এ দেশের সমাজে যে বিভাজন তৈরি হয়েছে, তার জন্য নেতানিয়াহুর ওপর বড় ধরনের দায় বর্তায়।’
তিনি আরও জানান, নেতানিয়াহুর শক্তিশালী সমর্থক রয়েছে ঠিকই, তবে একইসঙ্গে রয়েছে তীব্র বিরোধিতাও। গাজা যুদ্ধ শুরুর পর, ২০২৩ সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তাতে অনেকেই তার পদত্যাগ দাবি করছেন।
২০২১ সালে তিনি নেতানিয়াহু বিরোধীদের সঙ্গে জোট গড়ে ১২ বছর টানা ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেন।
তবে বেনেট ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ মিলে যে নাজুক জোট সরকার গঠন করেন তা প্রায় এক বছর পরই ভেঙে পড়ে। এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে কট্টর ডানপন্থি ও অতি-অর্থডক্স ইহুদি দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী পদে ফিরে আসেন।