টুমরোল্যান্ড মিউজিক উৎসব শুরুর আগেই মঞ্চে আগুন

বেলজিয়ামের বিখ্যাত ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল টুমরোল্যান্ড শুরু হতে আর মাত্র এক দিন বাকি। এরই মধ্যে একটি বড় ধাক্কা খেল আয়োজকরা—ফেস্টিভ্যালের মূল মঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বিশাল ও জাঁকজমকপূর্ণ মূল মঞ্চটি আগুনে জ্বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পরিষেবা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কোনো ফেস্টিভ্যাল অংশগ্রহণকারী মঞ্চ এলাকায় উপস্থিত ছিলেন না। তবে বেশ কয়েকজন কর্মী সেটআপের কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার পর আশেপাশের বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ, যাতে ধোঁয়া ঘরে না ঢুকে।

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে তদন্ত শুরু করেছে অগ্নিনির্বাপণ বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনেকে আশঙ্কা করছেন—ফেস্টিভ্যালের প্রযুক্তিনির্ভর, জটিল ও বিশাল সেট ডিজাইনই হয়তো এই আগুনের উৎস হয়ে উঠেছে।

২০০৫ সালে শুরু হওয়া টুমরোল্যান্ড এখন বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (EDM) ফেস্টিভ্যালগুলোর একটি। ২০২৪ সালে ৪ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিল এই আয়োজনে। বিশাল আয়োজন, অত্যাধুনিক আলোক ও শব্দ প্রযুক্তি, আর থিমভিত্তিক মঞ্চ নির্মাণের জন্য বিখ্যাত এই উৎসব—যেখানে বিশ্বের খ্যাতনামা ডিজে ও মিউজিক প্রডিউসাররা পারফর্ম করেন।

সূত্র : ইউরো নিউজ