তুরস্কের দাবানলে নিহত ১০, আহত ১৪

তুরস্কের মধ্যাঞ্চলীয় এসকিসেহির প্রদেশে একটি ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১০ জন বনকর্মী ও উদ্ধারকর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আরও ১৪ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ জুলাই) দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার।

এর আগে স্থানীয় সংসদ সদস্য নেবি হাতিপোগলু এবং বারগুন নামক একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, এ ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন।

ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মধ্যবর্তী অঞ্চলে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া দাবানলটি তীব্র তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের কয়েকটি গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নিতে হয় এবং অনেক বাড়িঘর হুমকির মুখে পড়ে।

সংবাদমাধ্যম বারগুনের প্রতিবেদন অনুযায়ী, হঠাৎ দিক পরিবর্তন করে আগুন ছুটে আসায় ওই কর্মীরা আগুনে পুড়ে জীবন্ত মারা যান।

মন্ত্রী ইউমাকলি জানান, মোট ২৪ জন কর্মী হঠাৎ আগুনের লেলিহান শিখার মধ্যে পড়েন। যাদের মধ্যে ১৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ক্ষমতাসীন একেপি দলের সংসদ সদস্য হাতিপোগলু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না।

গত রোববার থেকে তুরস্কে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে, যার ফলে বিভিন্ন স্থানে আগুন লেগেছে।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এই ধরনের তাপপ্রবাহ ও চরম আবহাওয়া আরো ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।