ফ্রান্সে ভয়াবহ দাবানল, ঘর ছাড়া হাজারো মানুষ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়েছে। এটি দেশটির বছরের সবচেয়ে বড় দাবানল। পুড়ে মারা গেছেন এক বৃদ্ধ নারী, নিখোঁজ রয়েছেন আরও একজন। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে, অসংখ্য বাড়িঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে অড অঞ্চলের লা হদুদ গ্রামের কাছে হঠাৎ করেই দাবানলের সূত্রপাত ঘটে। বুধবার রাতভর দক্ষিণ ফ্রান্সে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্যারিস শহরের চেয়েও বড়, প্রায় ১৩ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ১,৮০০ দমকলকর্মী ও ৫০০টির বেশি যানবাহন কাজ করছে।

ধোঁয়ার কারণে সাতজন দমকলকর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন, দুজন হাসপাতালে ভর্তি এবং একজনের অবস্থা গুরুতর। পাঁচটি গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে জোঁকিয়ের গ্রামের ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন গ্রামের মেয়র।

তীব্র বাতাস, গরম ও শুকনো গাছপালার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। ফায়ার সার্ভিস দাবানলকে ‘নজিরবিহীন’ বলেছেন। এখন পর্যন্ত ২৫টি বাড়ি পুড়ে গেছে এবং ২,৫০০ পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, অঞ্চলে কম বৃষ্টিপাত এবং পুরোনো আঙুরক্ষেত সরিয়ে ফেলার কারণে দাবানলের ঝুঁকি বেড়ে গেছে।