বিশ্বখ্যাত প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংঘটিত এক ডাকাতির ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জাদুঘরটি।
রোববার (১৯ অক্টোবর) সকালে (স্থানীয় সময়) এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফরাসি কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, ডাকাতির সময় ঠিক কী ধরনের মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া না গেলেও, বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে জাদুঘর থেকে মূল্যবান গয়না চুরি হয়েছে।
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, ‘ব্যতিক্রমী কারণে আজ ল্যুভর মিউজিয়াম বন্ধ রাখা হচ্ছে।’ তিনি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানান, পুলিশ বিস্তারিত তদন্ত করছে।
ফ্রান্সের ল্যুভ বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর। বর্তমানে জাদুরটিতে প্রদর্শনীর জন্য রাখা আছে ৩৫ হাজারের বেশি চিত্রকর্ম, থেকে লিওনার্দো দা ভিঞ্চির ‘মোনালিসা’ সহ অসংখ্য বিখ্যাত চিত্রকর্ম এই জাদুঘরের গর্ব।
প্রসঙ্গত, দর্শনার্থীর সংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর এই ল্যুভর। অনেক বিখ্যাত শিল্পকর্ম ও মূল্যবান জিনিসপত্র সংরক্ষিত আছে জাদুঘরটিতে।
ঘটনাটি বিশ্বব্যাপী শিল্পপ্রেমী ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে আগ্রহীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। নিরাপত্তা ব্যবস্থার কঠোরতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ডাকারতরা জাদুরঘর থেকে কী লুট করে নিয়ে গেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।