ভারতের উত্তর প্রদেশের মথুরায় ঘন কুয়াশার জেরে দিল্লি-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় ৭টি বাস ও ৩টি প্রাইভেটকার একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) শ্লোক কুমার জানান, ঘন কুয়াশার কারণে চালকরা নিয়ন্ত্রণ হারালে এই ‘চেইন অ্যাক্সিডেন্ট’ ঘটে। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত ২৫ জনকে স্থানীয় সিএইচসি বালদেব ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বস্তির বিষয় হলো, আহতদের কারও অবস্থাই গুরুতর নয়।
মথুরার জেলা শাসক (ডিএম) চন্দ্র প্রকাশ সিং ঘটনাটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে বলেন, খবর পাওয়া মাত্রই ১২টির বেশি ফায়ার ইঞ্জিন ও ১৪টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার ও তল্লাশি অভিযান প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে দ্রুততম সময়ে এক্সপ্রেসওয়ে পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
সূত্র: এনডিটিভি