‘ভারতের মাটিতে বসবাসকারী প্রত্যেকটি মানুষই হিন্দু’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের এমন এক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভারতে বসবাসরত মানুষের উপাসনা পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু তাদের মূল পরিচয় তারা হিন্দু।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শমীক ভট্টাচার্যকে বলতে শোনা যায়, ‘যারা নামাজ পড়েন, যারা ভারতবর্ষের মাটিতে আছেন, তারাও হিন্দু। ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি মানুষই হিন্দু।’
তিনি আরও যোগ করেন, এটি কেবল একটি ধর্মীয় পরিচয় নয়, বরং একটি জাতীয় ও ভৌগোলিক পরিচয়। তার মতে, ভৌগোলিক অবস্থানের কারণে ভারতে বসবাসকারী সবার মূল পরিচয় এক, যদিও তাদের উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে।
তার এই বক্তব্যের ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।