দক্ষিণ কোরিয়ার ইয়েংচিউন শহরের কাছে একটি গ্রামে মৃত ভেবে একটি কুকুরকে কবর দেওয়ার চার দিন পর অলৌকিকভাবে সেই কবর থেকে কুকুরটি বেরিয়ে আসে। কুকুরটির নাম হোসুন। কুকুরটির মালিক ‘হোয়াট অন আর্থ’ নামে এক টিভি অনুষ্ঠানে জানান, তার কুকুরটি সাত বছর আগে বাড়ি থেকে পালানোর সময় ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে নিলে তার হৃৎস্পন্দন না থাকায় মৃত ভেবে বাড়ি থেকে কিছুটা দূরে কবর দেওয়া হয়। চার দিন পরে কুকুরটি কবর থেকে অলৌকিকভাবে বেরিয়ে আসে। ফিরে আসার পরে কুকুরটি গ্রামাবাসির কাছে ‘দেবি’ হয়ে উঠেছে।
কুকুরটির মালিক কিম-সান-হ সে সময়ের ঘটনা স্মরণ করে বলেন, ‘কুকুরটি মারা গেছে ভেবে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। হোসুনের জন্য আমার প্রার্থনা করা ছাড়া আর কিছু করার ছিল না।’
তিরি আরও জানান, হোসুনের সমাধিস্থ করার চার দিন পর তারা গোঙানির শব্দ শুনতে পান। পরে তারা এই শব্দের উৎস খুঁজতে যেয়ে একটি গর্তে কুকুরটিকে জীবত আবিষ্কার করেন।
কিমের স্বামী ওই মুহূর্তের কথা স্মরণ করে বলেন, ‘হোসুনকে এ অবস্থায় দেখে আমি ভয় পেয়ে যায়। কারণ, আমি জানি, সে মারা গেছে।’